মুখলেছ সভাপতি আনিস সম্পাদক নুরুল সাংগঠনিক
নিজস্ব প্রতিনিধি ॥ এগ্রো অফিসার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর দীর্ঘদিনের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সিনজেনটা বাংলাদেশ লিঃ এর আঃ ওয়াহেদ বাচ্চু সহ সিনিয়র সদস্যদের একান্ত প্রচেষ্টায় সাধারণ সভার মাধ্যমে সকল ভুল বুঝাবুঝি অবসান করে শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আঃ ওয়াহেদ বাচ্চু, মুখলেছুর রহমান, মিজানুর রহমান সুমন, কামাল আহমেদ, মাহবুবুর রহমান, ডি এম মাহমুদুল হাসান, হাবিবুর রহমান, আনিসুর রহমান, ফারুক আহমেদ, মওদুদ হোসেন, মোঃ কাউছার মিয়া, নুরুল আমিন, মোঃ আল আমিন, উজ্জ্বল কুমার দাস, সুমন আলী, এম রানা তালুকদার, সোহেল রানা, মোঃ কিবরিয়া, মোঃ রমজান আলী, ফজলে রাব্বী মুর্শেদ, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান, মোঃ সোহান হাসান, মোঃ হাসানুর রহমান, মোঃ আরশেদ আলী, গোলাম বিপ্লব, আজিজুর রহমান, মোঃ আব্দুল কাদির, মোঃ মামুন মিয়া, মোঃ স্বপন মিয়া, তাজুল ইসলাম, খালেদ চৌধুরী, তানিম চৌধুরী প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মো: মুখলেছুর রহমানকে সভাপতি, মো: হাবিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক, উজ্জ্বল কুমার দাসকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।