
স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ কেজি গাঁজাসহ মো. রুস্তম আলী (৪০) নামে চুনারুঘাটের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার ধরম-ল ইউনিয়নের ধরম-ল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুস্তম আলী চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আকবর আলীর ছেলে।
নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল ধরম-ল গ্রামের জনৈক আয়াত আলীর বাড়ির সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি রুস্তমকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
তিনি আরও জানান, রুস্তমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক, চুরি ও দস্যুতার অভিযোগে ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com