ছালেহ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা উপকরণ বিতরণকালে আব্দুস সালাম
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি। আমরা চাই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরে আসুক। দেশে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যদ্ধভাবে কাজ করে এর মোকাবেলা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাতে পারলে অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করত হবে। তাকে অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। তিনি ছিলেন দেশের একজন প্রকৃত সংস্কারক।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার দেশের মানুষকে নির্যাতন করতেন বলেই আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বিগত ১৭টি বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে। তিনি গত বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও ছালেহ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছালেহ আহমেদ এর সভাপতিত্বে এবং জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দিপ্তী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর পিপি মো: আব্দুল হাই, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আউয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা জেসমিন জুই, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও গোপায়া ইউপি চেয়ারম্যান এম এ মন্নান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনূর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন শামীম, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সিনিয়র যুগ্ম সম্পাদক ড. জুয়েল রানা, অর্থ সম্পাদক সরদার নাহিদ জুয়েল, জিয়া স্মৃতি গ্রন্থাগারের সহকারী প্রকাশনা সম্পাদক এমডি মেসবাহুল আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, গোপায়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহিন, হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, সদর উপজেলা যুবদল নেতা আজিজুর রহমান আজিজ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুন ইসলাম, আরিফুল ইসলাম, মাহফুজ চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল নেতা শেখ রাসেল, জেলা ছাত্রদল নেতা পাপ্পু, সদর উপজেলা ছাত্রদল নেতা তানভীর রাতুল, মারুফ আহমেদ হৃদয়, রকসি ইসলাম, নুরুজ্জামান প্রমূখ। পরে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।