
গোপন কথা গোপন রাখুন
সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে। এপিজে আবুল কালাম বলেছেন “ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সে স্বপ্ন দেখতে হবে’’। স্বপ্নের পথে হাঁটতে হবে। স্বপ্ন পূরণের জন্য চাই সঠিক কর্ম পরিকল্পনা। লক্ষ্যে পৌঁছার জন্য চাই প্রচন্ড আত্মবিশ^াস। জীবনের চলার পথে, স্বপ্ন পূরণের পথে বাধা থাকবে এটাই বাস্তবতা। কিন্তু বাধা বিঘœ পেরিয়ে আপনাকে এগিয়ে যেতেই হবে। জীবন একটাই জীবনকে গঠন করার, সাজিয়ে তোলার দায়িত্ব আপনার। গোলাপ বাগানে গিয়ে আপনি গোলাপের সৌন্দর্য্য উপভোগ করবেন, সৌরভ নিবেন না গোলাপের কাটার আঘাত সহ্য করবেন সে সিদ্ধান্ত আপনার। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহন আপনাকে সঠিক পথ দেখাবে। মেনে চলতে হবে সফলতার সূত্রসমূহ।
বন্ধু নির্বাচনে সতর্ক হোন
জীবনে চলার পথে বন্ধুত্ব অপরিহার্য্য। বন্ধু নির্বাচনে একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনি উনার প্রিয়জন না প্রয়োজন। প্রয়োজনের বন্ধুত্ব কখনও দীর্ঘস্থায়ী হয় না। প্রয়োজন ফুরিয়ে গেলে বন্ধুত্ব হারিয়ে যায়। বন্ধু নির্বাচনের সময় আপনি তাদেরকে বন্ধু হিসেবে বেছে নিবেন, যে আপনাকে বিশ^াস করবে, বিপদে পাশে থাকবে, সহযোগিতার মনোভাব পোষন করবে, অর্থ দিয়ে সম্পর্ক বিচার করবে না। আপনার ভালো কাজে উৎসাহ দিবে, আনন্দ পাবে, আপনার কষ্টে কষ্ট পাবে, সাফল্যে প্রশংসা করবে, এরকম বন্ধু নির্বাচন করতে পারলেই আপনি একজন সফল মানুষ হবেন। কথায় আছে সঙ্গ গুনে লোহা জলে ভাসে। আপনার ১০০ জন বন্ধু থাকতে হবে এমনটি করবেন না। বন্ধুর সংখ্যা বাড়িয়ে লাভ নেই। যদি বন্ধু আপনার জীবনে কোন কাজে না আসে, প্রভাব না ফেলে।
জীবনটা উপভোগ করুন
প্রতিদিন জীবনকে সুন্দর করে নতুন ভাবে সাজানোর চেষ্টা করুন। প্রতিটি মুহূর্তে আপনার জীবনের ছোট ছোট স্মৃতি উপলক্ষ্য করে উদযাপন করুন, সর্বদা হাসিখুশি থাকুন। আপনার নিজের ও পরিবারের ছোট বড় অর্জনকে উদযাপন করুন। যত বেশী হাসবেন, যত কম অভিযোগ করবেন জীবন তত সুন্দর হবে। জীবন এগিয়ে চলে রোমঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে, ঝুকিহীন জীবন আনন্দের হতে পারে না। আপনি যখন জীবনকে উপভোগ করতে চাইবেন, তখনই জীবন আপনার কাছে উপভোগ্য হবে। বিমানে উঠে যদি দুর্ঘটনার ভয় করেন তবে বিমানভ্রমনের আনন্দ থেকে বঞ্চিত হবেন। জীবনে ঝুঁকি ও অনিশ্চয়তা আছে বলেই জীবন এত আনন্দের।
বিনয়ী হতে হবে
সফল মানুষ হতে হলে আপনাকে অবশ্যই বিনয়ী হতে হবে। বিনয় আপনার যোগ্যতার ভূষন। আপনার চলাফেরা, ব্যবহার ও বচনে বিনয়ী হোন। সুধিজনকে বশ করতে আপনার বিনয়ই যথেষ্ট। বিনয় আচরণ, বিনয় বচন সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়াবে। অধিক যোগ্য মানুষরা বিনয়ী হন। অযোগ্যরা বিনয়ী হয় না। তারা সব সময় নিজেকে বড় মনে করে, দাম্বিকতা দেখায়, কাউকে পাত্তা না দেয়ার মনোভাব দেখায়, অহংকারী হয়, ফলে তাদের পতন হয় অনিবার্য্য। কারো প্রতি আপনার বিনয় আচরণ আপনার যোগ্যতাকে শতগুন বাড়িয়ে তোলে। যাদের প্রতি আপনি বিনয়ী আচরণ করবেন তারা আপনার প্রশংসা করবেন। আপনার সফলতায় বড় ভূমিকা রাখবেন।
গোপন কথা গোপন রাখুন
আপনার জীবনের সব ঘটনা, দুর্ঘটনা সবার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত সম্পর্কে নানা প্রকার ঝামেলা, দ্বন্দ্ব থাকতেই পারে। নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করুন। আজ যাকে বিশ^াস করে আপনার গোপন কথা বলবেন কাল তাই কাল হতে পারে। আপনার মধ্যে যত দুঃখ কষ্ট থাকুক না কেন বিশ^াস রাখুন সমস্যার সমাধান আছে। হয়তো সমাধানে সময় লাগতে পারে। ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন নিয়ে এমন কোন কথা অন্যজনকে বলবেন না। যদি সম্পর্ক পুনরায় ভালো হয়, তবে নিজেরা যেনো লজ্জিত না হতে হয়।