স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের কায়সার নগর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আল আমিনকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। সে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মোঃ নানু মিয়ার ছেলে।
র‌্যাবের মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান- রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।