স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নালমুখ থেকে সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে চলছে নানামুখি কানাঘুষা।
উপজেলার মিরাশি ইউনিয়নের একডালা গ্রামের প্রবাসী কাদির মিয়া স্ত্রী তাসলিমা আক্তার (২৫) ও পুত্র রাহেল মিয়াকে (৫) রেখে জীবিকার তাগিদে সম্প্রতি সৌদি যান। স্বামী বিদেশ যাবার পর পরই কাদিরের মা মোছাঃ আলেমা খাতুনের সাথে তাসলিমার বনিবনা না হওয়ায় সে স্বামীর বাড়ি ছেড়ে নালমুখ বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। ছেলেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাঝে মধ্যে বাড়িতে এসে শাশুড়িকে দেখে যায় তাসলিমা। গত ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে তাসলিমা ও তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তাসলিমার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের না পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকজন। নিরূপায় হয়ে গতকাল সোমবার রাতে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ জানায়- বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অচিরেই তাদের সন্ধান পাওয়া যাবে।