নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তামান্না আক্তার (১৮) নামে এক তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাজীর মোকাম গ্রামের মোছন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) তামান্না ঘরের একটি রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাকে ডাকাডাকি করলেও সে জবাব দিচ্ছিল না। এক পর্যায়ে দেখা যায় ঘরের তীরে তামান্নার দেহ ঝুলছে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ধারণা করা হচ্ছে বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে তামান্না পরিবারের লোকদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম আত্মহত্যার তামান্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।