মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউসিসিএ লিঃ এর নির্বাচনে সকল সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিটি। সোমবার (৩ মার্চ) বেলা ২ টায় নির্বাচন কমিটির বাছাই শেষে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারায় নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি তিন সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ মাধবপুর ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। উক্ত নির্বাচনে উপজেলার ৫২টি ইউসিসিএ লিঃ পরিচালনার জন্য ৯ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে সভাপতি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোজাহিদ বিন ইসলাম, যুবলীগ নেতা মো: হুমায়ুন কবির ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান এর মনোনয়নপত্র বাতিল হয়। ফলে ওই পদে আর কোন প্রার্থী নেই। তবে সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী এ এইচ এম শফিকুল ইসলাম ও সদস্য পদে দিলীপ দেবনাথ, মো: নুরুজ্জামান, মো: চাঁন মিয়া, ঝুমা চৌধুরী ও মো: হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিটির সভাপতি মোঃ ইসমাইল তালুকদার রাহি সত্যতা নিশ্চিত করে জানান- সমবায় সমিতির আইন ও বিধি অনুযায়ী যাবতীয় কাগজপত্র উপস্থাপন না করায় তিনজন সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।