
চালকের হাত পা বেঁধে বিভাটেক ছিনতাই’র চেষ্টা করে ছিনতাইকারীরা
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ব্যাটারিচালিত বিভাটেক চালকের হাত, পা, মুখ বেঁধে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক ৪ ছিনতাইকারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
উপজেলার রাজাপুর গ্রামের বিভাটেক চালক সোহেল মিয়া জানান- গত শনিবার দুপুরে ৪ যুবক মাধবপুর বাজার থেকে নোয়াপাড়া চা বাগানে যাওয়ার কথা বলে যাত্রী সেজে তার বিভাটেকে উঠে। চা বাগানের নির্জন জায়গায় নিয়ে গিয়ে তারা কৌশলে তার হাত, পা, মুখ বেঁধে চা বাগানের নালার মধ্যে নিয়ে তাকে ফেলে দিয়ে বিভাটক ছিনতাই করে। এ সময় বাগানে কর্মরত এক চা শ্রমিক তাকে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। পরে তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শ্রমিকরা বাগান ঘেরাও করে বিভাটেক সহ ৪ ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলো- উপজেলার কমলানগর গ্রামের আশরাফ উদ্দিন (২৮), একই গ্রামের মোঃ রনি মিয়া (২৮), মাধবপুর পৌর শহরের জসিম মিয়া (২২) এবং উপজেলার উত্তর বেজুরা গ্রামের আরমান মিয়া (২২)।
নোয়াপাড়া চা বাগানের সহকারী ম্যানেজার সোহাগ মাহমুদ জানান- চার ছিনতাইকারীকে আটকের পর মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- বাদির মামলার প্রেক্ষিতে ৪ যুবককে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।