
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নবীগঞ্জের শহীদ আজমত আলীর স্ত্রী ও ছেলে-মেয়ের খোঁজ নিতে বাড়িতে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সোমবার বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামে শহীদ আজমত আলীর বাড়িতে যান তিনি। এসময় শহীদ আজমত আলী স্ত্রী রবিরুন বেগম, দুই ছেলে মাহফুজ আলম মাহিদ, মাহিনুর আলম মাহিন ও এক মেয়ে নাদিয়া আক্তার এর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের কথা শোনেন। তিনি পৌরসভার পক্ষ হতে শহীদ আজমত আলীর পরিবারকে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- জীবন জীবিকার তাগিদে নবীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আজমত আলী ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মাছের ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নিলে ৫ আগস্ট ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মিছিলে যোগ দেন আজমত আলী। ওই সময় পুলিশের বেপরোয়া গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন আজমত আলী।