
বাহুবল প্রতিনিধি ॥ অপরাধ কর্মকান্ড বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে বাহুবলের ৬নং মিরপুর ইউনিয়নে সচেতন নাগরিকদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে অনুষ্ঠিত বিট পুলিশং সভায় সভাপতিত্ব করেন মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শামিম আহমেদ। বিট অফিসার এসআই আবু মোকসেদ পিপিএম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সভায় মিরপুর এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড তুলে ধরেন বিএনপি, জামায়াত সহ মিরপুর বাজারের ব্যবসায়ী, সচেতন নাগরিক ও সাংবাদিকগণ।
সভায় বক্তাগণ বলেন- উপজেলার গুরুত্বপূর্ণ মিরপুর বাজার। এই এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজারে কেনা-কাটা করতে আসবে। তাদের নিরাপত্তার বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানানো হয়।
সভায় ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন- অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টর মাঠে কাজ করছে। বাহুবলে আইনশৃঙ্খলা ভালো রাখতে ও সকল প্রকার অপরাধ দমন করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তিনি বাহুবলকে ভালো রাখতে তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি আরো বলেন- বাহুবলের গুরুত্বপূর্ণ স্থান মিরপুর বাজার। তিনি আশা প্রকাশ করেন আগামী ২০ মার্চ এর মধ্যে মিরপুর এলাকার সকল ধরনের অপরাধ বন্ধ হবে। আর যেনো অপরাধীরা কোন অপরাধ করতে না পারে সেজন্য যা যা করা দরকার পুলিশ তাই করবে।