নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে সোমবার যৌথ বাহিনী নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত অনু মিয়ার পুত্র কুর্শী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে সোমবার রাতে উপজেলার কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিককে নবীগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।