হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় খোশমহল জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, মুফতি মোহাম্মদ মাশরুর মারজান, হাফেজ মাওলানা আব্দুন নূর, মসজিদ কমিটির সভাপতি শফিকুল বারী আউয়াল, সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক, হাজী আব্দুল লতিফ, হাজী আব্দুন নূর, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজল, মোঃ হামিদুর রহমান খেলু, ডাঃ মুজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, শেখ মামুন, সারাজ মিয়া, হাজী জিতু মিয়া, কমিশনার আলমীর মিয়া, আব্দুর রাজ্জাক, শফিকুজ্জামান হিরাজ, সামশাদ হোসেন শাকীল, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মোঃ আলাউদ্দিন, কাউছার আহমেদ প্রমুখ। পরে এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ খোশমহল জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নে এমপি আবু জাহির অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com