নভেম্বরে হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল সম্পন্ন করতে প্রস্তুতি চলছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী নভেম্বর মাসের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে হবিগঞ্জ জেলা বিএনপি’র ৯টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটিগুলো দ্রুত গঠন করার জন্য জেলা বিএনপি নেতাদের তাগিদ দেয়া হয়েছে।
বিএনপি সূত্র জানায়, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ইউনিটের কমিটিই কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নেতা নির্বাচিত করার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে প্রথমে উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন হবে। উপজেলা শাখা গঠন করবে প্রতিটি ইউনিয়ন কমিটি, ইউনিয়ন শাখাগুলো গঠন করবে প্রতিটি ওয়ার্ড কমিটি ও পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করবে প্রতিটি ওয়ার্ড কমিটি। এরপর ওইসব শাখা কমিটির মাধ্যমে উপজেলা ও পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর দলের জেলা কাউন্সিল সম্পন্ন করা হবে। ইতিমধ্যে বিএনপিতে এক নেতা এক পদ নীতি বাস্তবায়ন করতে অনেক বিএনপি’র নেতাকর্মীরা অন্যান্য পদ থেকে পদত্যাগ মূল সংগঠনে পদ ধরে রেখেছেন। আবার অনেকেই স্থানীয় পদ থেকে পদত্যাগ করে শুধু কেন্দ্রীয় কমিটির পদ রেখেছেন। এদিকে গতকাল বার লাইব্রেরী হলরুমে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল হাসিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ জি কে গউছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এজেড এম জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার শিপা, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ডাঃ আহমুদুর রহমান আবদাল, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন প্রমূখ। সভায় আজমিরীগঞ্জ উপজেলা, পৌরসভা, নবীগঞ্জ উপজেলা, পৌরসভা, শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌরসভা কমিটি গঠনের লক্ষ্যে উক্ত এলাকার সকল প্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনা করা হয় এবং শীঘ্রই আহ্বায়ক কমিটি অনুমোদন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতাকর্মীদের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন করে তোলার আহ্বান জানান।