ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে আর্থ-সামাজিক ও দারিদ্র্যমুক্তির জন্য কাজ করছে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে আমাদের ছেলে-মেয়েরা যেন আরো বেশি দক্ষতা অর্জন করতে পারে সেই পদক্ষেপও নেয়া হয়েছে। ছোট থেকে বড় সবাইকে ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার পদক্ষেপ নিয়ে সাফল্যের কথা জানিয়ে এমপি আবু জাহির বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিযোগিতা শুরু করেছি। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গত ১০ বছরে এখান থেকে দক্ষ ফুটবলার গড়ে উঠেছে। অন্য ক্ষেত্রগুলোতেও বর্তমান সরকার প্রতিযোগিতার ব্যবস্থা নিয়েছে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার মাঠে তারুণ্যের আলো টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে এমপি আবু জাহির বলেন, খেলায় হারজিত থাকবে। আজ হারলে কাল জিতব। জাতির পিতা সেভাবে নিজেকে গড়ে তুলেছেন। সব সময় হার না মানার মানসিকতা ছিল তাঁর। তিনি আরো বলেন, খেলাধুলা ও শরীরচর্চার মধ্য দিয়ে আমাদের ছেলে-মেয়েরা শারীরিক ও মানসিক সুস্থতা পাবে, মেধা বিকাশের সুযোগ পাবে। এজন্য সরকার খেলাধূলার প্রতি অত্যন্ত আন্তরিক। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে দেশকে রক্ষায় সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক সমাজের ক্ষত। সকলের কাছে অনুরোধ থাকবে ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, বিশিষ্ট মুরুব্বী গোয়াছ উদ্দিন, অ্যাডভোকেট ইমরান হোসেন রুয়েল প্রমূখ।
এ ছাড়াও তারুণ্যের আলো সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।