নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১০সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড দাবী করেছে এখন কুশিয়ারা ডাইক ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে বৃহস্পতিবার দিনব্যাপী কুশিয়ারা নদীর পানি তীর উপচে ভেতরে প্রবেশ করছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রাধাপুর গ্রামের নানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে ডাইকে ব্যাপক ফাটলের সৃষ্টি হয়েছে। অপর অংশ দিয়ে ডাইকের ভিতরে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। পানি প্রবেশের ফলে বড় ধরণের ভাঙ্গনের সৃষ্টি হয়ে নবীগঞ্জের ৮/৯টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ সরজমিন পরিদর্শন করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া জানান, কুশিয়ারা নদী উপচে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। ডাইকে ব্যাপক ফাটলের পাশাপাশি একটি অংশে পানি ভিতরে প্রবেশের কথা স্বীকার করে জানান, এর জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্থানীয় মেম্বার ফখরু মিয়া জানান, নদীর তীরবর্তী প্রায় ১০টি গ্রাম কুশিয়ারা নদীর পানিতে আক্রান্ত। রাধাপুর নামক স্থানে ডাইকে ফাটল ও পানি প্রবেশ করছে।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম মাহমুদ জানান, উর্ধ্বতন কর্মকর্তারা হবিগঞ্জ সফরে থাকায় যাওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে বালির বস্তা নিয়ে ডাইকের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি বলেন, কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।