গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) আলোর পথে সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক অসহায় মেধাবী ছাত্রীকে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে ভর্তি করানো হয়। এতে উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা কারী এম এ মতিন, সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান খাঁন উজ্জল, কোষাধ্যক্ষ আকাশ চৌধুরী ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, পারভেজ আহমেদ রনি, সদস্য- আয়রা তারিন, সাদিয়া ইসলাম এবং নজরুল ইসলামসহ এ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ মেধাবী শিক্ষার্থীর নাম- তামান্না আক্তার। সে বানিয়াচং উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ২০২৪ সালের পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তির্ণ হয়। এত ভাল রেজাল্ট করেও মেয়েটি টাকার জন্য কলেজে ভর্তি হতে পারছিল না, এ খবর শুনে গত কিছুদিন আগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জসিম চৌধুরী অত্র সংগঠনের সদস্যদের অবগত করেন। তখন তারা তাৎক্ষণিক সংগঠনের পক্ষ থেকে একটি টিম মেয়েটির বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ায় এবং ভর্তি করার প্রতিশ্রুতি দিয়ে আসে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মেধাবী মেয়েটিকে তার কলেজে ভর্তি করানো হয়েছে। ইনশাল্লাহ, এভাবে আলোর পথে সামাজিক সংগঠন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে। প্রেস বিজ্ঞপ্তি