![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/04/Untitled-5-1.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি রূপা মোদকের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বাংলা নববর্ষ উপলক্ষে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারী উদ্যোক্তা মেলা আয়োজনের জের ধরে তার বাসায় এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে (১৬ এপ্রিল ২০২২ইং) নারী উদ্যোক্তা ও পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ এর মহিলা সম্পাদিকা রূপা মোদক এর বাসায় হামলা হয়। রাত প্রায় ৯টার দিকে একদল দুস্কৃতকারী ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং জিনিসপত্র লন্ডভন্ড করে।
এ ঘটনায় নারী উদ্যোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com