হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিমের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত প্রাপ্তির প্রত্যাশায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার হবিগঞ্জ জেলা আইনজীবী সীমিতর ১নং মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আবুল হাসিম, জেলা জামায়াতের আমীর মৌলানা আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপি সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম জি মোহিত, জেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সারোয়ার রহমান চৌধুরী, বিএনপি নেতা এস আর তালুকদার শাহিনুর, খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, জেলা জামাত নেতা অ্যাডভোকেট মোঃ রহমত এলাহী। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুদ্দত আলী, জেলা বিএনপির সদস্য শামসুল ইসলাম মতিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান সওদাগর, বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, গিরেন্দ্র চন্দ্র রায়, জেলা বিএনপি সদস্য ইউপি চেয়ারম্যান সর্দার এম এ মন্নান, ইউপি চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এজাজ ঠাকুর চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, জেলা ওলামা দল সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, জেলা তাঁতীদল সাধারণ সম্পাদক মোঃ শফি কাইয়ূম, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান সানু, দেলোয়ার হোসেন দিলু, আবুল কালাম আজাদ, কামাল আহমেদ, নবীগঞ্জ উপজেলা বিএনবি যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি এমদাদ চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক এমরান, জেলা ছাত্র মজলিস সভাপতি মৌলানা সাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানূর রহমান মিজান, আজমিরীগঞ্জ পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ কুতুবউদ্দিন, মোঃ ফজলুর রহমান, প্রভাষক এনামুল হক, মাসুদ আহমেদ, বাবুল আহমেদ, বিএনপি নেতা অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট ফারুক আহমেদ, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ সায়েদ আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব শেখ সোহেল, অ্যাডভোকেট মোঃ আলমগীর খান, সৈয়দ মাসুক, মহিবুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, আমিনুল ইসলাম ফয়সল, সোয়েব চৌধুরী, মওদুদ আহমেদ, রাশেদ আহমেদ, ছালেহ্ আহমেদ, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, হবিগঞ্জ পলিটেকনিক ছাত্রদল আহবায়ক ইমন আহমেদ, ব্ন্দৃাবন সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক শফিকুর রহমান রুয়েল, যুগ্ম আহবায়ক হেলাল আহমেদ বাবু, বশির উদ্দিন, সুব্রত বৈষ্ণব, সুজন মজুমদার, লিটন সরকারসহ বিএনপি, ছত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, ওলামাদল, শ্রমিকদলের পাঁচ শতাধিক নেতাকর্মী।
ইফতার মাহফিলের পূর্বে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং দীর্ঘ ১০ বছর ধরে গুম জননেতা এম ইলিয়াছ আলীকে অক্ষত অবস্থায় ফেরত প্রাপ্তির প্রত্যাশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।