স্টাফ রিপোর্টার ॥ নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী গতকাল রবিবার বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খালিদ হাসান।
প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে জেলার সকল উপজেলার ২৫২ জন প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। গত ১৮ থেকে ২০ মার্চ প্রথম ব্যাচে ২৪৮ জন প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ৪ জন মাস্টার ট্রেইনার এবং হবিগঞ্জ জেলার ৪ জন একাডেমিক সুপারভাইজার মাস্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ প্রদান করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com