স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নায়েবের পুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে কামাল মিয়া নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কামাল মিয়াকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত কামাল মিয়া শহরের উমেদনগর পাইটনা হাটির সঞ্জব আলীর পুত্র। হবিগঞ্জ শহরে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কামাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এসআই ফারুক আহমেদ জানান- কামাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com