স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বেতন বোনাসের দাবিতে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাবাঐ বাগানের চা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় প্রায় দুই ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রমিকরা দুর্গাপূজা, দোলযাত্রা, বকেয়া বেতনসহ বোনাসের দাবিতে কর্মসূচি পালন করে আসছে। কিন্তু বাগান কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে সময় ক্ষেপন করছে। গতকাল রবিবার দুপুরে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী শতাধিক চা শ্রমিক মহাসড়কের রুকনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com