স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল-মিরপুর সড়কে টমটমের নিচে পড়ে সৈকত আহমেদ (২৫) নামে এক যুবক মৃত্যুপথযাত্রী। সে মশাজান গ্রামের আব্দুল খালেকের পুত্র। গতকাল রবিবার রাত ৮টার দিকে পুলিশ লাইন এলাকায় সে দুর্ঘটনার শিকার হয়।
জানা যায়, সৈকত ধুলিয়াখাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পেছন দিক থেকে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় ওই টমটমটি তার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com