পিঠা উৎসবের সমাপনীতে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা পর্যায়ে পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার বাঙালিকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলেছে। দেশের মানুষকে যার যার মত করে ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকা- করার স্বাধীনতা দিয়েছে।
এই ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পুলিশ সুপার আক্তার হোসেন, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব শুরু হলে শিশু, কিশোর ও তরুণ তরুণীদের উপচেপড়া ভিড় জমে।