বাংলাদেশ-কোরিয়া ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলে ‘সাংস্কৃতিক ভাব বিনিময়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বাংলাদেশ ও কোরিয়া দুই দেশের শিল্পিরাই অনুষ্ঠানে তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশ নেয় হবিগঞ্জ তারুণ্য মিউজিক্যাল একাডেমী, ইন্টারন্যাশনাল ইয়ূথ এক্সচেঞ্জ সেন্টার (আইওয়াইইসি), বাডস্ কেজি ও জুনিয়র হাই স্কুল, সুরবিতান ও নবীগঞ্জ আনন্দ নিকেতন। অনুষ্ঠান সমন্বয় করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। এর আগে কোরীয় অতিথিবৃন্দ জেলা প্রাশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। কোরীয়া-বাংলাদেশ বন্ধুত্ব ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি