স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ হোটেল আল-বারাকার সামন থেকে ৪ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় মদসহ সাথী আক্তার নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মোঃ রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা সাথী আক্তারকে আটক করতে অভিযান পরিচালনা করে আসছিলাম। গতকাল শুক্রবার সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় বেঁধে রাখা ৪ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। সাথী আক্তারের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সাথী আক্তার ঢাকা জেলার সাভার থানার বিরোলিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী। দীর্ঘদিন ধরে সে অভিনব কায়দায় মাদক পাঁচার করে আসছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com