শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, আমেরিকা প্রবাসী সাংবাদিক মোস্তফা কামালের পক্ষ থেকে হকার ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক রেনু প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com