স্টাফ রিপোর্টার ॥ নয় বছরের শিশু মিজবাহ আহমেদ। এই বয়সে যখন সে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে দুই মাস ধরে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। কারণ সে চোঁখে ক্যান্সার আক্রান্ত। শিশুটি বাঁচার জন্য বিছানায় ছটফট করছে। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের পথে। একটু সাহায্য-সহযোগিতা পেলে হয়তো সুস্থ হয়ে উঠতো ক্যান্সারে আক্রান্ত মিজবাহ। কিন্তু দারিদ্রতা তার চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ক্যান্সার আক্রান্ত শিশু মিজবাহ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের শোলারপাড় এর আছাব মিয়া পুত্র।
মিজবাহর পিতা আছাব মিয়া বলেন, আমার শিশু ছেলের চিকিৎসা করিয়ে সুস্থ্য করে তুলতে চাই। তার চিকিৎসা বাবদ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কারণ এরই মধ্যে চিকিৎসা বাবদ আমাদের আর্থিক সামর্থের সবটুকু দিয়ে দিয়েছি। তাই এই অসহায় বাবা তার ছেলে মিজবার প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। কেউ সহযোগিতা পাঠাতে চাইলে মিজবাহর পিতার মোবাইল নং- ০১৭৬৬৮৭২৮১১ (বিকাশ- ০১৭০৯৭৫৪৯০৮) এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।