স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৪ ব্যক্তিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার পৃথক অভিযানে এই অর্থদন্ড করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এর নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার মাছুলিয়া এলাকায় খোয়াই বাঁধের পাশে অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুটি পৃথক মামলায় সদর উপজেলার জঙ্গল বহুলার নুরুউদ্দিন ও রিচি গ্রামের হাড়িয়াকোনা এলাকার মো: শামীমকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গতকাল বিকেলে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুটি পৃথক মামলায় ফয়সল (৩০), পিতা- গাজীউর রহমান এবং আহাদ আলী (২৫) পিতা আবুল হোসেনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন খান এলিস। অভিযানে জেলা পুলিশ, বানিয়াচং থানা পুলিশের দুটি টিম ও আনসার সদস্যগণ সহযোগিতা করেন।