হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীগর্ভ পরিচ্ছন্ন ও কার্লভাটগুলো সচল করা এবং নদীর সার্বিক পরিবেশ নান্দনিক করতে সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। শুক্রবার সকালে তিনি পুরাতন খোয়াই নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিস্কশন) মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম ও এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। মেয়র উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, নিউ মুসলিম কোয়ার্টার ও স্টাফ কোয়ার্টার এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন। যারা অবৈধভাবে নদীর জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে তিনি নিজ দায়িত্বে স্থাপনা সড়িয়ে ফেলতে বলেন। তিনি বলেন, পুরাতন খোয়াই নদীতে অনেকেই অবৈধভাবে জায়গা দখল করে আছেন। নদীর প্রশস্ততা কমে কোন কোন জায়গায় সামান্য অংশ অবশিষ্ট রয়েছে। দখল ও দূষণে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে আছে। কালভার্টগুলো অনেকটাই অচলপ্রায়। পানি প্রবাহ না থাকায় কচুরিপানা ও আবর্জনায় নদীগর্ভ প্রায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এর ফলে বৃষ্টির সময় পুরাতন খোয়াই পার্শ্ববর্তী অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। মেয়র সেলিম বলেন- শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীগর্ভ পরিচ্ছন্ন ও কার্লভাটগুলো সচল করা এবং নদীর সার্বিক পরিবেশ নান্দনিক করতে আমি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা’র সহযোগিতা কামনা করি। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com