হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল, সেলাই মেশিন, টিউবওয়েল ও চেক বিতরণ করা হয়েছে। তাসনুভা শামীম ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান এ.এস.এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও আশিকুর রহমান আশিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজন চন্দ্র দে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুনমুন নাহার আশা, এসি কন মো: সামিউর রহমান, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে’র সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, ফাউন্ডেশনের উপদেষ্টা সাহাদাত হুসেন সাদত, সহ- সভাপতি হাজী মো: আঃ খালেক, আবু নাসের মো শাহীন, মো: শামছুল হক, শাহিনুর আক্তার, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমুখ।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীমের প্রচেষ্টায় ও পরিচালনায় ফাউন্ডেশদের সদস্যদের সহযোগিতায় ২০১৩ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও তাসনুভা শামীম ফাউন্ডেশন এবং হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের মাধ্যমে প্রতি বছর সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে আসছে। সপ্তাহের বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রতিবন্ধী, হতদরিদ্র ক্ষুধার্ত মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি ফাউন্ডেশনের মহতি উদ্যোগের ভুয়সী প্রশংসা করে সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com