স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগে তাবিজ শাহ্ এর মাজারে বাউল গানের কাফেলায় টাকা বিলি নিয়ে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে সদর উপজেলার দীঘলবাগ গ্রামে তাবিজ শাহ্’র ওরসে প্রশাসনের নিষেধ অমান্য করে বাউল গানের আয়োজন করে সজলু মিয়া, আক্কাছ আলী গং। রাত ১২টার দিকে নারী শিল্পীরা নাঁচ গান শুরু করলে তাদের সান্নিধ্যে যেতে উঠতি বয়সী যুবকরা টাকা বিলিয়ে দেয়। এক পর্যায়ে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কাফেলার মাঝে বাকবিতন্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন হাতাহাতিতে লিপ্ত হলে অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাউল গান বন্ধ করে দেয়। আহত অবস্থায় আশিক মিয়া (১৮), আল আমিন (২০) ও তাউছ মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বাউল গান নিষেধ। কোনো ওরসে বাউল গানের অনুমতি দেয়া হয় না। তবে প্রশাসনের নিষেধ অমান্য করে কেউ যদি গান আয়োজন করে আমরা তা বন্ধ করে দেই।