স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর থেকে কামাল মিয়া খান (৬০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত ফিরোজ খানের পুত্র। বুধবার রাত প্রায় ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার পকেট থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com