স্টাফ রিপোর্টার ॥ মাদক মুক্ত যুব সমাজ গঠন ও নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে ২য় বারের মতো নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত নোয়াপাড়া আন্তঃওয়ার্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ক্যাম্পেইন এর অংশ হিসেবে ইউনিয়নের স্থানীয় তরুণ ও যুবকদের ৩২টি টিম নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম ফয়সাল।
ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু, ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু, দুলাল চন্দ্র ঘোষ, মোঃ খসরু মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক বরুণ দেব, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকবাল হোসেন পাঠান, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম ফয়সাল মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়নের তরুণ প্রজন্মের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর প্রশংসা করেন এবং এ ধরনের প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সাজু-রুকন জুটি বনাম খলিল-লিমন জুটির মধ্যকার উদ্বোধনী খেলা পরিচালনা করেন আবু সায়েদ মাস্টার। খেলায় গতবারের চ্যাম্পিয়ন খলিল-লিমন জুটি জয়লাভ করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়।