নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখার অপরিহার্যতা বিবেচনায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ। পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সহকারী প্রোগ্রামার কাজী মইনুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, মেলায় উপজেলার সরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩টি স্টল অংশগ্রহন করে। এই স্টলগুলোতে স্মার্ট সিটি নির্মাণ ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করা হয়। পরে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com