সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ অগ্রগতির পথে ঠিকে থাকবে কি না তা অনেকাংশে নির্ভর করছে আমাদের পরবর্তী প্রজন্মের জ্ঞান ও দক্ষতার উপর। এজন্য আমাদের সামনে একটিই বিকল্প তা হলো সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। আর মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের দায়িত্ববান ও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে স্কুলের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণের একাগ্রতা ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৫ জানুয়ারি সকাল ১০ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘এক্সেলেন্স ইন লিডারশিপঃ রোলস, রেসপন্সিবিলিটিস এন্ড কমিটমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক ও ইংরেজী বিভাগের প্রধান ড. রমা ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক। বিজ্ঞপ্তি