আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুখসানা পারভীন, প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ফরাশ উদ্দিন, মিজানুর রহমান, মিজানুর রহমান বাহার, রেজাউল করিম, নাছিমা বেগম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com