স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশন এর ১১ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অল-ইউরোপিয়ান প্রেসক্লাবের সহ-সভাপতি ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল হালিম, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, গ্লোবাল টিভির এমএ আজিজ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বৈশাখী টিভির সাইফুর রহমান তারেক, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয়, মাই টিভির নিরাঞ্জন গোস্বামী শুভ, সাংবাদিক নায়েব হোসাইন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এএম শাহ আলম, সৈয়দ মশিউর রহমান, শ্রমিকলীগ নেতা খলিলুর রহমান, নুরুজ আলী, মোজাম্মির মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা একে এম ওয়াহাব নাঈমী।
অনুষ্ঠান শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে র্যালী বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন- বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এশিয়ান টিভি এর অন্যতম ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন। তিনি এশিয়ান টিভি’র সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন- হবিগঞ্জে অনেক শিল্প-কারখানা গড়ে উঠেছে। শিল্প-কারখানাগুলো ইটিপি ব্যবহার করছে না। যে কারণে আমাদের এলাকার পরিবেশের বিপর্যয় ঘটছে। তিনি শিল্প-কারখানাগুলোতে ইটিপি ব্যবহারের আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com