বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ব্যাপারে আন্তরিক। তিনি শিক্ষার জন্য দিনরাত পরিশ্রম করেন। আমার নির্বাচনী এলাকায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করে যাব। শিক্ষার মান নিশ্চিত হলেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরও বলেন, শিক্ষকদের পেশা নেশা হচ্ছে ছাত্রদের মানুষ করা। আর এজন্য শিক্ষকদের পরিশ্রমী হতে হবে। শিক্ষার্থীদের সাহস দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। গতকাল বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভূষন রায়, সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, মাস্টার আলী রহমান। অনুষ্ঠানের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছড়িয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com