মোঃ আক্তার হোসেন ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুরে শিশুদের ঝগড়া নিয়ে দুইপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, শিশুদের ঝগড়া নিয়ে ওই গ্রামের মহব্বত আলীর পুত্র সামছুল হকের সাথে একই এলাকার রহিমের স্ত্রী গুলবাহারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে দুইপক্ষের লোকজন একে অপরের ওপর হামলা-পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় গুলবাহার ও সামছুল হককে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com