স্টাফ রিপোর্টার ॥ মুড়ারবন্দ মাজারের ওরস শেষ হতে না হতেই চুনারুঘাট উপজেলার গাজিপুরে গাজী কালুর মাজারে ওরস শুরু হয়েছে। গত বুধবার রাত থেকে ৩ দিনব্যাপী ওরস শুরু হয়। ওরসের প্রথমদিন শিল্পীরা বাউল গানের নামে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে টাকা উত্তোলনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মাজারে আসা এক ভক্ত বলেন, ওরসের নামে অশ্লীল বাউল গান বন্ধ করা না হলে মাজারের পবিত্রতা নষ্ট হবে। পাশাপাশি ওরসে জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, বিষয়টি খবর নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com