স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর মাতৃমঙ্গল এলাকায় রবিদাস পাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ দাঙ্গাবাজকে আটক করেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রবিদাস পাড়ায় সরকারি জায়গা নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৯৯৯ ফোন দিলে সদর থানার এসআই খুর্শেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩ দাঙ্গাবাজকে আটক করা হয়। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com