আন্তর্জাতিক ইনার হুইল ক্লাবের ১০০ বছর পূর্তিতে বিশ্বের সকল দেশের সকল ক্লাবের ন্যায় ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ উদযাপন করেছে ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল ডে ২০২৪’। যোগ্য নেতৃত্ব, বন্ধুত্বের বন্ধন, প্রীতি ও ভালোবাসায় ইনার হুইল ক্লাব শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুদের কল্যাণ, দারিদ্র্য বিমোচন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের সহযোগিতা, বয়স্ক নাগরিক কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, নারীদের পেশা গঠন উন্নয়নে সহযোগিতামূলক কর্মসূচি, আশ্রয়হীনদের সেবা করে একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১০ জানুয়ারি আন্তর্জাতিক ইনার হুইল ক্লাবের ১০০ বছর পূর্তি উদযাপন করা হয়। প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলির পরিচালনায় ও সেক্রেটারি কুমকুম চৌধুরীর সঞ্চালনায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি প্রেসিডেন্ট এর বাসায় অনুষ্ঠিত হয়। মোমবাতি জ্বালিয়ে, বেলুন উড়িয়ে, কেক কেটে দিবসটি উদযাপিত হয়। এতে নাচ, গান, আবৃত্তিসহ নানা অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট এর মুখরোচক খাবার দিয়ে সকলকে আপ্যায়ন করানো হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com