স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বুধলাল দাস হত্যা মামলার প্রধান আসামী বাবুল মিয়াসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে গত শুক্রবার দিবাগত রাত ২টায় চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় পতেঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে চরগাঁও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া (৪৫) ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করিমকে (২২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি দিবাগত রাতে ভরপূর্ণী গ্রামে মেলা থেকে বাড়ি ফেরার পথে কাঠালকান্দি মাঠের পূর্ব উত্তরে বাবুল মিয়া গং বুধ লাল দাসকে খুন করে। এ ঘটনায় গত শুক্রবার লাখাই থানায় মৃতের স্ত্রী জয়মালা রাণী বাদী হয়ে মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com