স্টাফ রিপোর্টার ॥ সিলেটে চৌদ্দটি রামদাসহ আব্দুল্লাহ মিয়া (২৪) নামে চুনারুঘাটের এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া গ্রামের একটি কলোনি থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ মিয়া চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। সে সিলেটের হাজীপাড়ার আবুল মিয়ার কলোনিতে ভাড়াটে হিসেবে থাকতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এয়ারপোর্ট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ মিয়ার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন সাইজের ১৪টি দেশীয় অস্ত্র (রাম দা) জব্দ করে। এসময় আব্দুল্লাহ মিয়াকে আটক করা হয়। অভিযানকালে তার সহযোগী ৬/৭ জন দৌঁড়ে পালিয়ে যায়। আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com