স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্র নারীদের জন্য অনেক কিছু করছে। তাই নারীদের যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। রাষ্ট্র সকল দিক থেকে নারীদের সহযোগিতা করছে। তা কাজে লাগাতে হবে। রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। প্রতিটি শিক্ষার্থীকে ভালভাবে লেখাপড়া করে মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। স্মার্ট ফোন ব্যবহারে অবশ্যই সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। আবেগের বশে এমন কিছু করা যাবে না যা পরিবারের জন্য বিপর্যয় ডেকে আনে। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় আয়োজিত র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এসব কথা বলেন। হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোকেয়া খানম, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ শামছুর রহমান, সহকারি শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারি শিক্ষক নিরেশ চন্দ্র দাশ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা প্রমূখ। এছাড়াও র‌্যালীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইয়ূথ গ্রুপের সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে বিদ্যালয়ের হল রুমে ইয়ূথ লিডার জয়তুন আক্তারের সভাপতিত্বে ও ইয়ূথ লিডার ইমরান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শরীফ মোঃ সানজিদ জামান। আলোচনা সভা শেষে কুইজ, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।