জীবন-জীবিকা সচল রাখার স্বার্থে অনতিবিলম্বে অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, শ্রমিকদের রেশনের আওতায় আনা এবং জীবন সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে শ্রমজীবী গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক হয়ে কর্তৃপক্ষকে তাদের কল্যাণে কাজ করার আহবান জানানো হয়। গতকাল নোয়াগাঁও চৌরাস্তায় শ্রমিক নেতা মোঃ শামীম আলমের গ্যারেজে অটোরিক্সা ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি পীযুষ চক্রবর্তী, কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, সহ-সভাপতি মোঃ সামছু মিয়া, মোঃ আঃ ছাত্তার, কোষাধ্যক্ষ রাহিমুল চৌধুরী, সদস্য মোঃ মহিবুর মিয়া, মোঃ আঃ কাইয়ুম, আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ শফিক মিয়া, মোঃ নুরুল হক, মোঃ কাজল মিয়া, সাধারণ সম্পাদক খোশন মিয়া, ক্যাশিয়ার মোঃ মহিদ মিয়া প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে ৫৩ সদস্য বিশিষ্ট নোয়াগাঁও আঞ্চলিক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com