স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও দিঘীরপাড় এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ডিবির ওসির নির্দেশে এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিজগাঁও দিঘীরপাড় এলাকার জুনাব আলীর পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালায়। অভিযানকালে ওই ঘর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- দাউদনগরের মৃত মফিজ মিয়ার পুত্র নুনু মিয়া (৫০), পশ্চিম লেঞ্জাপাড়ার মৃত ইয়াকুব আলীর পুত্র সাগর মিয়া (৪০), চরনুর আহম্মদ গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মুখলেছ মিয়া (৪৫), চুনারুঘাটের বড়কুটা গ্রামের মৃত আনিস উল্লার পুত্র জাহির মিয়া (৫০) ও সেলিম মিয়া (৫০)। পরে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com