স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের মা আনোয়ারা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় শহরের একটি প্রাইভেট হাসপাতালে বার্ধক্যজনিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ১ ছেলে ও ৬ কন্যা সন্তানের জননী ছিলেন। তিনি শহরের রাজনগর এলাকার মরহুম আব্দুস শহিদ চৌধুরীর সহধর্মীনি। মরহুমার জানাজার নামাজ আজ বুধবার সকাল ১০টার সময় শহরের রাজনগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com