স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তুহিন খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামের নির্দেশে এসআই সনক কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ শহরের বগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাজুল আহমেদ ওরফে ফুল মিয়ার পুত্র মোঃ তুহিন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনসহ অশ্লীল ছবি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তুহিন ঘটনার দায় স্বীকার করেছে।
জানায় যায়, হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের মোঃ মইন মিয়ার কন্যাকে ৫ বছর আগে বিয়ে করে তুহিন। তাদের এক সন্তান রয়েছে। পরে তুহিন তার স্ত্রীকে সৌদি আরব পাঠিয়ে দেয়। সেখান থেকে টাকা পাঠাতো তার স্ত্রী আর দেশে ওই টাকা খরচ করতো তুহিন। এক সময় টাকা পাঠানো বন্ধ করে দিলে স্ত্রীর সাথে তুহিনের দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর তুহিন তার সাথে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি কাটপিস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ অবস্থায় তুহিনের প্রাক্তন স্ত্রী ও তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এলাকায় কোন বিচার না পেয়ে তুহিনের প্রাক্তন স্ত্রী নিরুপায় হয়ে বৃহস্পতিবার আদালতে মামলা করলে আদালত মামলা রুজু করার জন্য সদর থানায় প্রেরণ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তুহিনকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তুহিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com